শনিবার   ০১ নভেম্বর ২০২৫   কার্তিক ১৬ ১৪৩২   ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

১৫ ফেব্রুয়ারির আগে নির্বাচন হবে, ঠেকানোর শক্তি নেই: প্রেস সচিব

তরুণ কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত : ০৫:৪৩ পিএম, ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট ইস্যুতে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ। তবে যেকোনো সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, ১৫ ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ, আর এ নির্বাচন ঠেকানোর মতো কোনো শক্তি নেই।

 

শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কেন্দ্রীয় অডিটরিয়ামে ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’ আয়োজিত **মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন**-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

 

শফিকুল আলম বলেন, “রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবেই। একেক পার্টি একেক কথা বলবে, এটাই স্বাভাবিক। তবে কোনো উত্তাপ বা বিভেদই নির্বাচন ঠেকাতে পারবে না।”

 

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস দেশের মানুষের কল্যাণে, গণতন্ত্রের স্বার্থে এবং সব দলের জন্য মঙ্গলজনক সিদ্ধান্তই নেবেন। ইতোমধ্যে সরকার জুলাই সনদ ঘোষণা করেছে, এতে স্বাক্ষরও সম্পন্ন হয়েছে। বিভিন্ন কমিশনের রিপোর্ট জমা পড়েছে, অর্থনীতি পুনরুদ্ধারের কাজ এগিয়ে চলছে এবং বিভিন্ন ট্রায়ালের অগ্রগতি হয়েছে।”

 

 

প্রেস সচিব জানান, “আগামী ১৮ নভেম্বর কোর্ট শেখ হাসিনার ট্রায়ালের পরবর্তী তারিখ ঘোষণা করতে পারে। পাশাপাশি অন্যান্য ইস্যুতেও সরকার সক্রিয়ভাবে কাজ করছে। অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়ন করেছে।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনসহ অন্যান্যে। সভাপতিত্ব করেন জুলাই ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাইম প্রমি।