বৃহস্পতিবার   ৩০ অক্টোবর ২০২৫   কার্তিক ১৫ ১৪৩২   ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

বাংলাদেশের সংগীত গাওয়া কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মামলার নির্দেশ

প্রকাশিত : ০৬:২১ পিএম, ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

ভারতের আসাম রাজ্যের শ্রীভূমিতে দলীয় এক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ ঘটনাকে “জাতীয় মর্যাদার অবমাননা” হিসেবে আখ্যায়িত করে অভিযুক্ত কংগ্রেস নেতাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করার নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা যায়, আসামের শ্রীভূমিতে কংগ্রেসের স্থানীয় নেতারা সম্প্রতি দলীয় এক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ পরিবেশন করেন। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, “ভারতের জাতীয় সংগীত যেমন ভক্তি ও শ্রদ্ধা নিয়ে গাওয়া হয়, তেমনই বাংলাদেশি সংগীতটিও একই আবেগে গাওয়া হয়েছে। আসামের মানুষ কখনও এমন বিষয় মেনে নেবে না।”

তিনি আরও বলেন, যারা এই সংগীত গেয়েছেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং গ্রেফতার করা হবে।

হিমন্ত শর্মা এই ঘটনাকে ভারতের ভৌগোলিক অখণ্ডতার সঙ্গে সম্পর্কিত করে বলেন, “যেভাবে আমাদের সাতটি উত্তর-পূর্ব রাজ্যকে নিয়ে ‘বৃহৎ বাংলাদেশ’ ধারণার কথা বলা হয়, এই ঘটনার মধ্য দিয়ে সেই ষড়যন্ত্রের ছাপ স্পষ্ট।”

এ সময় তিনি কংগ্রেসের লোকসভার উপনেতা গৌরব গোগোই-এরও কঠোর সমালোচনা করেন। হিমন্তর দাবি, গোগোই অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিয়ে উল্টো সন্তুষ্ট হয়েছেন বলেই মনে হচ্ছে। “তিনি যেন আড়াল থেকে খুশি হয়েছেন। এটি আসামের প্রতি বিশ্বাসঘাতকতার শামিল,”- বলেন হিমন্ত।

এই ঘটনায় আসামজুড়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি, তবে স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতা দাবি করেছেন, অনুষ্ঠানটিতে সংগীতটি ভুলবশত বাজানো হয়েছিল, এতে কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।