লায়ন্স ক্লাব অফ ঢাকা বনফুলের ডিস্ট্রিক্ট চেয়ারপারসন রফিকুল ইসলাম
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন
প্রকাশিত : ০৬:১৬ পিএম, ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২ এর অধিভুক্ত লায়ন্স ক্লাব অফ ঢাকা বনফুল-এর ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন (২০২৫–২০২৬) নির্বাচিত হয়েছেন দেশের বিশিষ্ট সাংবাদিক ও জাতীয় দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক লায়ন রফিকুল ইসলাম শান্ত।
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২ এর গভর্নর লায়ন মোহাম্মদ আনোয়ার হোসাইন ভূঁইয়া স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে গত ২ অক্টোবর লায়ন রফিকুল ইসলাম শান্তকে এ পদে মনোনীত করা হয়।
এই নিয়োগের মাধ্যমে মানবসেবা, নেতৃত্ব ও সাংবাদিকতার সমন্বয়ে এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নিয়োগপ্রাপ্তির পর কৃতজ্ঞতা প্রকাশ করে লায়ন রফিকুল ইসলাম শান্ত বলেন, লায়ন্স ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি মানবসেবার এক বিশাল পরিবার। আমি বিশ্বাস করি-সত্যনিষ্ঠা, সহমর্মিতা ও নেতৃত্বের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এই পদে থেকে আমি লায়ন্স ক্লাবের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই।
তিনি গভর্নর লায়ন মোহাম্মদ আনোয়ার হোসাইন ভূঁইয়া এবং লায়ন্স ক্লাব অফ ঢাকা বনফুলের কর্ণধার ও জেলা নেতা লায়ন মোঃ নুরুন্নবী কামাল-এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম অর্জন করেছেন লায়ন শান্ত। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি যুক্তরাষ্ট্র, আজারবাইজান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, ভুটান, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কাসহ বহু দেশে পেশাগত দায়িত্ব পালন করেছেন।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তিনি সাংবাদিকতা ও সমাজসেবাকে একীভূত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন।
লায়ন রফিকুল ইসলাম শান্ত তাঁর এই দায়িত্বকে সমাজ ও মানবতার সেবায় এক নতুন অঙ্গীকার হিসেবে দেখছেন এবং তরুণ কণ্ঠ পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
