চবি ছাত্রদলের গণশিক্ষা সম্পাদক হলেন এস এম অভি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৫:৪৯ পিএম, ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৯ অক্টোবর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবঘোষিত কমিটিতে এস এম রাশিদুর রহমান অভিকে গণশিক্ষা সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। অভি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর নিষ্ঠা, নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তাঁকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
কমিটি ঘোষণার পর সহপাঠী ও দলীয় নেতাকর্মীরা অভিকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছেন।
