বৃহস্পতিবার   ৩০ অক্টোবর ২০২৫   কার্তিক ১৫ ১৪৩২   ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

ইসির প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

রাফিউল ইসলাম তালুকদার

প্রকাশিত : ০৫:৩৫ পিএম, ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

নির্বাচন কমিশন (ইসি) তাদের নির্বাচনী প্রতীকের তালিকা সংশোধন করেছে। নতুন সংযোজন হিসেবে তালিকায় যুক্ত করা হয়েছে ‘শাপলা কলি’। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১৯৭২ সালের সংবিধানের আর্টিকেল ৯৪ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর ৯(১) উপবিধি সংশোধন করেছে। নতুন এই সংশোধন অনুযায়ী কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিদ্যমান তালিকায় থাকা প্রতীকগুলোর মধ্যে থেকে প্রাপ্যতার ভিত্তিতে প্রতীক বরাদ্দ করা যাবে। সেই তালিকায় নতুন প্রতীক হিসেবে যোগ হয়েছে ‘শাপলা কলি’।

 

প্রজ্ঞাপনে বলা হয়, স্থগিত প্রতীক ‘নৌকা’ ব্যতীত নির্বাচনে অংশগ্রগণকারী প্রার্থীদের জন্য এখন যে প্রতীকগুলো বরাদ্দযোগ্য, তার মধ্যে রয়েছে, আনারস, গাভি, টেলিভিশন, বই, রেল ইঞ্জিন, আম, গামছা, রিকশা, বক, ঘুড়ি, বাইসাইকেল, লাঙল, বাঘ, হাতপাখা, মশাল, কম্পিউটার, ফুটবল, মোটরসাইকেল, ট্রাক, হাতি, তালা, সূর্যমুখী, বৈদ্যুতিক পাখা, চশমা, দোয়াত-কলম, মোমবাতি, কাপ-পিরিচ, ট্রাক্টর, মোরগ, পালকি, টিউবওয়েলসহ শতাধিক প্রতীক। এসবের সঙ্গে এখন থেকে যুক্ত হলো ‘শাপলা কলি’।

 

দলীয় প্রতীক হিসেবে দীর্ঘদিন ধরে ‘শাপলা’ দাবি করে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি নিবন্ধনের জন্য আবেদন করার সময় শাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোনকেও বিকল্প প্রতীক হিসেবে প্রস্তাব করেছিল। তবে পরবর্তীতে দলটি কেবল ‘শাপলা’ প্রতীকের পক্ষে অনড় অবস্থান নেয় দলটির নীতিনির্ধারকরা।

 

ইসি বারবার জানিয়েছিল, ‘শাপলা’ প্রতীক নির্বাচনী বিধিমালায় না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয়। সেই কারণেই এনসিপির প্রতীক আবেদন একাধিকবার নাকচ করা হয়। পরে দলটির পক্ষ থেকে একাধিকবার কমিশনের সঙ্গে বৈঠক, চিঠি বিনিময় ও প্রতীক নমুনা পাঠানোর পরও কোনো সাড়া মিলেনি।

 

সবশেষ গত ৭ অক্টোবর এনসিপি আবারও ‘শাপলা’ প্রতীকের সাতটি নমুনা কমিশনের কাছে পাঠায়। কিন্তু ইসি তখনও জানায়, বিধিমালার তালিকায় না থাকা কোনো প্রতীক বরাদ্দ করা সম্ভব নয়। বরং তারা কমিশনের অনুমোদিত তালিকা থেকেই একটি প্রতীক বেছে নিতে নির্দেশ দেয়।

গত ১৯ অক্টোবর ছিল প্রতীক পছন্দ জমা দেওয়ার শেষ দিন। ওইদিনও এনসিপি স্পষ্ট জানায়, তারা ‘শাপলা’ ছাড়া অন্য কোনো প্রতীক গ্রহণ করবে না। অবশেষে বৃহস্পতিবার ইসি গেজেট সংশোধন করে নতুন প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ যুক্ত করায় দলটির দাবির আংশিক সমাধান হলো।

 

ইসির এই সিদ্ধান্তে এনসিপির নেতারা স্বস্তি প্রকাশ করেছেন। দলের একজন যুগ্ম আহ্বায়ক বলেন, “আমরা শুরু থেকেই চেয়েছিলাম একটি স্বতন্ত্র প্রতীক, যা আমাদের দলের নাম ও উদ্দেশ্যের সঙ্গে মানানসই। অবশেষে কমিশন সেই দাবি বিবেচনা করায় আমরা কৃতজ্ঞ।”

 

এর আগে মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও ‘শাপলা’ প্রতীক দাবি করেছিল, তবে সে আবেদনও ইসি প্রত্যাখ্যান করে। পরে দলটি ‘চেয়ার’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়।

 

গত ২৭ অক্টোবর নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় এনসিপিকে এটি দেওয়ার সুযোগ নেই, এটি আমরা আগেও জানিয়েছি। কমিশন স্ববিবেচনায় অন্য প্রতীক বরাদ্দ দেবে।” তবে আজ প্রকাশিত গেজেট সেই অবস্থানের পরিবর্তন এনেছে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সংশোধন শুধু এনসিপির জন্য নয়, ভবিষ্যতে নতুন রাজনৈতিক দলগুলোর প্রতীক বাছাইয়েও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।