সাময়িক বন্ধের পর স্বাভাবিক গতিতে মেট্রোরেল চলাচল শুরু
তরুণ কণ্ঠ প্রতিবেদন
প্রকাশিত : ১১:১৩ এএম, ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
সাময়িক বন্ধের পর আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে মেট্রোরেল চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হয়েছে। বুধবার রাতে ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড পড়ে যাওয়া ঘটনাস্থলে সামান্য কম্পন অনুভূত হওয়ায় রাত সোয়া নয়টার পর আগারগাঁও থেকে শাহবাগ অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।
তবে ওই সময় মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত আংশিকভাবে মেট্রোরেল চলাচল অব্যাহত ছিল। পরে রাতেই ডিএমটিসিএল (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড) কর্তৃপক্ষ প্রয়োজনীয় মেরামত কার্যক্রম সম্পন্ন করে।
আজ সকালে মেট্রোরেল চলাচল পুরোদমে শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএমটিসিএল।
যদিও পুরো রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও ফার্মগেটের দুর্ঘটনাস্থল অতিক্রমের সময় মেট্রোরেল কিছুটা ধীরগতিতে চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সম্পূর্ণ সতর্কতার অংশ হিসেবেই করা হচ্ছে, যেন ভবিষ্যতে কোনো ঝুঁকি না থাকে।
