বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ১০:৫২ পিএম, ২৯ অক্টোবর ২০২৫ বুধবার
চাঁদপুরের ফরিদগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা যুগ্ম-সমন্বয়ক আমিন হোসেন সৈকতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার গল্লাক বাজারের নিজ বাসা থেকে যৌথবাহিনীর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, আদালত কর্তৃক জারি করা মামলার পরোয়ানা (মামলা নং-৩৪৭/২৫) অনুযায়ী এনসিপি নেতা আমিন হোসেন সৈকতকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত ৫ অক্টোবর থেকে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রহিমা নগরের জোসনা মুন্নি নামের এক তরুণী বিয়ের দাবিতে ওই এনসিপি নেতার বাড়িতে অবস্থান করেন। অভিযোগ ওঠে, বিয়ের প্রলোভন দেখিয়ে সৈকত একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
ঘটনার পর দলীয় পর্যায়ে বিষয়টি মীমাংসার চেষ্টা হয়। জানা যায়, এনসিপির স্থানীয় কয়েকজন শীর্ষ নেতা মেয়েপক্ষকে ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন, কিন্তু জোসনা মুন্নির পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
জোসনা মুন্নি বলেন, আমাকে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে সৈকত। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। এখন আমি ন্যায়বিচার চাই। কিন্তু ওদের দলের কিছু নেতা আমাকে ফোন করে ভয়ভীতি দেখাচ্ছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি এনসিপির কেন্দ্রীয় কমিটিকেও বিব্রত অবস্থায় ফেলেছে। ফরিদগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী তদন্ত প্রক্রিয়া চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
