নির্বাচনে স্বজনপ্রীতি রোধে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৮:৪৯ পিএম, ২৯ অক্টোবর ২০২৫ বুধবার
নির্বাচনকালে মাঠ প্রশাসনের কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি এড়াতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, যেন কেউ নিজের বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং না পান। এছাড়া কোনো এলাকায় আত্মীয়-স্বজন নির্বাচনে দাঁড়ালে সেখানেও পদায়ন হবে না।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বুধবার (২৯ অক্টোবর) দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষভাবে বলা হয়েছে, গত তিনটি নির্বাচনে ডিসি, এডিসি, নির্বাহী কর্মকর্তা বা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবারের নির্বাচনে যুক্ত করা হবে না।
তিনি আরও জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানো রোধে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকে দুটি কমিটি গঠনের কথা বলা হয়েছে, যার মধ্যে ‘সেন্ট্রাল কোঅর্ডিনেশন কমিটি’ নির্বাচনের পুরো প্রক্রিয়ার সমন্বয় করবে। প্রতিটি উপজেলা পর্যায়ে এই কমিটির কার্যক্রম নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনকালীন নিরাপত্তার বিষয়ে বৈঠকে সেনাবাহিনী জানিয়েছে, আর্মি ও নেভির মোট ৯২ হাজার ৫০০ সদস্য মোতায়েন থাকবে। এর মধ্যে ৯০ হাজার সেনা এবং বাকিটা নৌবাহিনী সদস্য। নির্বাচন শুরু হওয়ার ৭২ ঘণ্টা আগে এবং শেষ হওয়ার ৭২ ঘণ্টা পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশেষ প্রস্তুতি থাকবে।
