বৃহস্পতিবার   ৩০ অক্টোবর ২০২৫   কার্তিক ১৪ ১৪৩২   ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

বক্স অফিসে ‘থামা’র ঝড়, ৭ দিনে আয় ১৪০ কোটির বেশি

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৬:৪১ পিএম, ২৯ অক্টোবর ২০২৫ বুধবার

দক্ষিণী তারকা আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দনা অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘থামা’ মুক্তির পর এক সপ্তাহে বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির মাত্র সাত দিনেই ছবিটি বিশ্বব্যাপী **১৪০ কোটিরও বেশি আয়** করেছে, আর ভারতীয় বক্স অফিসে সংগ্রহ করেছে ৯৫ দশমিক ৫৫ কোটি টাকা**।

গত মঙ্গলবার মুক্তির পর প্রথম দিনেই ‘থামা’ আয় করে **২৪ কোটি টাকা**, যা ছবিটির সর্বোচ্চ একদিনের কালেকশন। দ্বিতীয় দিন থেকে কিছুটা আয়ে ভাটা পড়লেও ধারাবাহিকভাবে ভালো ব্যবসা করেছে ছবিটি। দ্বিতীয় দিনে ১৮.৬ কোটি, তৃতীয় দিনে ১৩ কোটি, চতুর্থ দিনে ১০ কোটি, আর পঞ্চম দিনে আবারও বৃদ্ধি পেয়ে আয় দাঁড়ায় প্রায় ১২ কোটি টাকায়।

এভাবে প্রথম সপ্তাহ শেষে ‘থামা’ শুধু একক সাফল্যই নয়, বরং **ম্যাডক হরর কমেডি ইউনিভার্স**-এর সম্মিলিত আয়কে নতুন উচ্চতায় তুলেছে। এই সিরিজের আগের হিট ছবিগুলো— ‘স্ত্রী ২’ (৬২৭.৫০ কোটি), *‘স্ত্রী’* (১২৯.৬৭ কোটি), *‘মুঞ্জিয়া’* (১০৭ কোটি) ও *‘ভেড়িয়া’* (৬৫.৮৪ কোটি)—এর সঙ্গে যোগ হয়ে ইউনিভার্সটির মোট আয় দাঁড়িয়েছে **প্রায় ১০২৫ কোটি টাকা**।

‘থামা’ আয়ুষ্মান খুরানার **১২তম শতকোটি আয়ের ছবি**, যা অভিনেতার ক্যারিয়ারে আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক। যদিও এটি এখনও শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ব্লকবাস্টার *‘স্ত্রী’* (১৮০ কোটি টাকা)-এর আয় ছুঁতে পারেনি, তবুও ‘থামা’ ইতোমধ্যে *‘মুঞ্জিয়া’* (১৩১.২৬ কোটি) ছাপিয়ে **ইউনিভার্সের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি**তে পরিণত হয়েছে।

সমালোচক ও দর্শক উভয়ের প্রশংসায় ভাসছে ছবিটি। বক্স অফিসের ধারাবাহিক সফলতায়, *‘থামা’* এখন ১৫০ কোটির মাইলফলকের দিকে দ্রুত এগিয়ে চলেছে।