বৃহস্পতিবার   ৩০ অক্টোবর ২০২৫   কার্তিক ১৪ ১৪৩২   ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, নিহত ১৮ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ১১:৪২ এএম, ২৯ অক্টোবর ২০২৫ বুধবার

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সোমবার (২৮ অক্টোবর) রাতে ও মঙ্গলবার সকালে চালানো এসব হামলায় অন্তত ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

দক্ষিণ রাফাহ এলাকায় ইসরায়েলি সেনা আহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে গাজায় শক্তিশালী হামলা চালানো হয়। হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে এবং নিখোঁজ এক জিম্মির মরদেহ হস্তান্তর প্রক্রিয়া স্থগিত করেছে। তারা সতর্ক করে জানিয়েছে, বড় ধরনের উসকানি অব্যাহত থাকলে বাকী ১৩ জন জিম্মির মরদেহ উদ্ধারে বিলম্ব হবে।

গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার সকালে উত্তর গাজার সাবরা পাড়ায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় ৪ জন নিহত হন। দক্ষিণের খান ইউনিসে আরও ৫ জনের মৃত্যু হয়। সবমিলিয়ে এসব হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। গাজার আল-শিফা হাসপাতালের পাশেও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা একে “বড় আকারের আক্রমণ” হিসেবে বর্ণনা করেছেন।

ইসরায়েলের এসব হামলায় গাজার সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স বলেছেন, “যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে। যদিও বিচ্ছিন্ন সংঘর্ষ ঘটতে পারে, তবুও আমরা বিশ্বাস করি শান্তি স্থিতিশীল থাকবে।”

অন্যদিকে, হামাস এক বিবৃতিতে জানিয়েছে, রাফাহর ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং ইসরায়েলের সর্বশেষ হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। তারা আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়ে জানিয়েছে, “আমরা এখনো চুক্তি মেনে চলছি।”