বুধবার   ২৯ অক্টোবর ২০২৫   কার্তিক ১৩ ১৪৩২   ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

বুড়িচং-ব্রাহ্মণপাড়া হবে মাদক ও সন্ত্রাস মুক্ত: বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

 কুমিল্লা - ৫ ( বুড়িচং - ব্রাহ্মণ পাড়া) আসনে  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র  আইনজীবী, বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ব্যারিষ্টার আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন, কুমিল্লা -৫ আসনকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা আমার অন্যতম অঙ্গীকার।

কুমিল্লা -  ৫  আসন হবে মাদক  ও সন্ত্রাস মুক্ত এবং দূর্নীতি ও চাঁদা বাজ মুক্ত জনবান্ধব আধুনিক সুবিধা সম্পন্ন অঞ্চল। ব্যারিষ্টার মামুন  সম্প্রতি যুক্ত রাজ্যের লন্ডন থেকে ঘুরে এসে  তার নির্বাচনী এলাকার গন মানুষের উদ্দেশ্যে এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।

এক প্রশ্নের জবাবে বিএনপির ভার প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলায় প্রচারিত ষোল বছর পর প্রথম জনসমক্ষে বক্তৃতার মূল্যায়ন করে ব্যারিষ্টার মামুন বলেন- দেশ নায়ক তারেক রহমানের বিবিসি বাংলায় প্রচারিত বক্তৃতা টি দেশে এবং বিদেশে সর্বস্তরের  বাংলাদেশীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাতপর্য পূর্ণ।

এই বক্তৃতা বিএনপির সকল নেতা কর্মীদের জন্য এক অভুতপূর্ব ঐতিহাসিক দিক নির্দেশনা। তারেক রহমানের ইতিপূর্বে ঘোষিত রাষ্ট্র কাঠামো  পুনর্গঠনে ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নে তার সম্পৃক্ততা ও   আগামী দিনে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে এলাকার উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ কর্মসূচী জনগনের কাছে উপস্থাপন করার মাধ্যমে  ব্যারিষ্টার মামুন দীর্ঘদিন যাবত  এলাকায় ব্যাপক জনসংযোগ করে যাচ্ছেন বলে তিনি জানান।

কুমিল্লা - ৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার আব্দুল্লাহ্ আল মামুন - বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার আশাবাদ ব্যক্ত করে বলেন, আমিই বিএনপি থেকে মনোনয়ন পাব।  ইনশা আল্লাহ। তারপর জনগনের সমর্থনে আমি  সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়ন এবং আমার নির্বাচনী এলাকা কুমিল্লা -৫ আসনের সার্বিক উন্নয়নে আমার রয়েছে মেঘা উন্নয়ন পরিকল্পনা।

ব্যারিষ্টার মামুন তার নির্বাচনী এলাকার  সীমান্ত এলাকায় কঠিন নিয়ন্ত্রণ ও মনিটরিং এর মাধ্যমে বুড়িচং , ব্রাহ্মণ পাড়া কে  মাদক মুক্ত করে পথভ্রম যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে তাদের সুস্থ জীবন ও কর্ম সংস্থানের ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষ ভুমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।

তার সাথে  কতিপয় অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচী উল্লেখ করেন। যেমন,১,সুশাসন ও জবাব দিহিতা ২,শিক্ষা, দক্ষতা,উন্নয়ন ও কর্মসংস্থান, ৩,নাগরিক অবকাঠামো ও সেবা ৪,স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা ৫,অর্থনীতি ও বাজার ব্যবস্থা, ৬,নারী ও শিশুদের বিশেষ নাগরিক সুবিধা, ৭,অনগ্রসর জনগোষ্ঠী ও স্বল্প  আয়ের মানুষের নাগরিক সুবিধা, ৮,কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে কর্মসূচী গ্রহন,  ৯,দলের কমিটি গঠনে সঠিক মনিটরিং এর মাধ্যমে ত্যাগী নেতাদের মূল্যায়ন ও কমিটি বানিজ্য বন্ধ করা প্রভৃতি জনবান্ধন কর্মসূচি বাস্তবায়নে  সচেষ্ট থাকবেন বলে ব্যারিষ্টার মামুন অঙ্গীকার করেন। দেশের আইনঅংগনে  ন্যায় প্রতিষ্ঠা  ও মানবতার প্রতিক হিসেবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আইনজীবী ব্যারিষ্টার আব্দুল্লাহ্ আল মামুন বলেন, জনসেবা আমার দর্শন।আর এলাকার উন্নয়নে কাজ করা আমার দায়িত্ব।

তিনি আর-ও বলেন, বিএনপি যদি রাষ্ট্র পরিচালনা করে আর আমি যদি জনগনের সমর্থনে এমপি হই,আমি বিশ্বাস করি, আমার এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প সমহ বাস্তবায়ন করা অনেকেরচেয়ে বেশী সহজ হবে আমার পক্ষে। ব্যারিষ্টার মামুন আরও বলেন  দেশ এখন  একটা ক্রাইসিস মোমেন্ট অতিক্রম করছে।এই সংকট দূরীকরণের  একমাত্র উপায় একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই জনগন তাদের পছন্দের দলকে দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করবে।

এই সংকটময় মূহুর্তে তার এলাকার জনগনকে ঐক্য বদ্ধ থেকে যৌগ্য প্রার্থী হিসেবে তাঁকে সমর্থন করার উদাত্ত আহ্বান জানান বিএনপি নেতা  ব্যারিষ্টার আব্দুল্লাহ্ আল মামুন।।। সাক্ষাতকারটি গ্রহন করেছেন জৈষ্ঠ সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন।