সোমবার   ২৭ অক্টোবর ২০২৫   কার্তিক ১২ ১৪৩২   ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা অপরিহার্য

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০৫:০৮ পিএম, ২৭ অক্টোবর ২০২৫ সোমবার

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জনগণ, রাজনৈতিক দলসহ সব মহলের প্রত্যাশা পূরণের দায়িত্ব পুলিশের কাঁধে, আর এবার এমন মানদণ্ড স্থাপন করতে হবে যা দেশ-বিদেশে প্রশংসিত হবে।

 

সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টারে ‘হল অব প্রাইড’ সম্মেলন কক্ষে বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনের প্রয়োগ কেবল শক্তি নয়, ন্যায়, নিষ্ঠা ও মানবিকতার মাধ্যমেও প্রতিষ্ঠিত হয়। নির্বাচনী মাঠে পুলিশ শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়; তারা জনগণের নিরাপত্তা, আস্থা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার প্রতীক।”

 

তিনি সতর্ক করে বলেন, “কোনো পুলিশ সদস্য রাজনৈতিক দলের পক্ষাবলম্বন, সুবিধা গ্রহণ বা নিজেকে রাজনৈতিক কর্মী ভাবতে পারবেন না। ফ্যাসিস্টদের তালিকা পুলিশের কাছে আছে, যারা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। তাদের গ্রেপ্তার বাড়াতে হবে, তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না।”

 

জাহাঙ্গীর আলম আরও বলেন, “অধীনস্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, টিম স্পিরিট ও শৃঙ্খলা বৃদ্ধির ওপর জোর দিতে হবে। যারা সরকার ও রাষ্ট্রের প্রতি অসম্মান প্রদর্শন করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

 

তিনি জেলার কোর কমিটির নিয়মিত সভা, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং স্পেশাল ব্রাঞ্চকে আরও সক্রিয় করার নির্দেশ দেন। একই সঙ্গে থানা থেকে হারানো বা অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান ত্বরান্বিত করার নির্দেশ দেন।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, পুলিশের ওপর হামলা কোনোভাবেই সহ্য করা হবে না এবং সাইবার অপরাধ রোধে তরুণ পুলিশ কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা নিতে হবে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সিসকোর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপাররা অংশ নেন।