দেশ গঠনে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার বার্তা দিলেন সেনাপ্রধান
তরুণকণ্ঠ অনলাইন
প্রকাশিত : ০৮:২৬ পিএম, ২৬ অক্টোবর ২০২৫ রোববার
বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স আজ (২৬ অক্টোবর) এক নতুন নেতৃত্বের অধ্যায়ে প্রবেশ করল। সেনা সদর দপ্তর থেকে প্রাপ্ত আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান কোর অব ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
এই তাৎপর্যপূর্ণ অভিষেক অনুষ্ঠান এবং কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয় নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের ঐতিহ্যবাহী ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং (ইসিএসএমই)-এ।
সেনাপ্রধানের বার্তা: প্রযুক্তি, পেশাদারিত্ব ও দেশ গঠন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান। ইসিএসএমই-তে পৌঁছালে তাঁকে জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক); ইঞ্জিনিয়ার-ইন-চিফ এবং কমান্ড্যান্ট, ইসিএসএমই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উষ্ণ অভ্যর্থনা জানান।
নবম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হওয়ার পর, সেনাবাহিনী প্রধান তাঁর বক্তৃতায় কোরের অধিনায়ক ও কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কৌশলগত পরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা দেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানীদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন, বিশেষ করে কোর অব ইঞ্জিনিয়ার্সের যেসব সদস্য দেশের জন্য আত্মত্যাগ করেছেন। তিনি দেশমাতৃকার সেবা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জাতি গঠনে ইঞ্জিনিয়ার কোরের গৌরবোজ্জ্বল ভূমিকা এবং কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, সততা, কর্তব্যবোধ ও সত্যনিষ্ঠা বজায় রেখে কোর অব ইঞ্জিনিয়ার্স ভবিষ্যতেও দেশের অগ্রগতিতে প্রশংসনীয় অবদান রেখে যাবে।
এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সেনাসদর ও আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দসহ সকল ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার এবং ইউনিট অধিনায়কগণ উপস্থিত ছিলেন।
