সৌদিতে আইন লঙ্ঘনের অভিযোগে ২২ হাজার প্রবাসী গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ০৮:০৩ পিএম, ২৬ অক্টোবর ২০২৫ রোববার
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (২৬ অক্টোবর) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, দেশজুড়ে পরিচালিত বৃহৎ নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে এই প্রবাসীদের গ্রেফতার করা হয়েছে। যৌথভাবে অভিযান চালায় সৌদির বিভিন্ন নিরাপত্তা সংস্থা ও সরকারি বিভাগ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৬ থেকে ২২ অক্টোবরের মধ্যে পরিচালিত অভিযানে মোট ২২ হাজার ৬১৩ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। এর মধ্যে ১৩ হাজার ৬৫২ জন আবাসন আইন লঙ্ঘনের দায়ে, ৪ হাজার ৩৯৪ জন সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে, এবং ৪ হাজার ৫৬৭ জনকে শ্রম আইন অমান্যের কারণে গ্রেফতার হয়েছেন।
এছাড়া বর্তমানে ৩১ হাজার ৩৭৪ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, যাদের মধ্যে ২৯ হাজার ৮১৪ জন পুরুষ ও ১ হাজার ৫৬০ জন নারী।
গ্রেফতারকৃতদের মধ্যে ২৩ হাজার ২১ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। এজন্য তাদের প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে, বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সৌদি আরবে অবৈধভাবে অবস্থান, শ্রম আইন ভঙ্গ বা সীমান্ত অতিক্রমের মতো অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
