আমিরাতে বাংলাদেশি জিতলেন অর্ধকোটি টাকার স্বর্ণ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ০৭:০৫ পিএম, ২৬ অক্টোবর ২০২৫ রোববার
সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি প্রবাসী এক লাফে ভাগ্য খুলে ফেলেছেন। প্রথমবারের মতো বিগ টিকিটের ই-ড্রতে অংশ নিয়েই জিতে নিয়েছেন ২৫০ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ, যার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
রবিবার (২৬ অক্টোবর) প্রকাশিত গালফ নিউজ–এর এক প্রতিবেদনে জানানো হয়, বিজয়ীর নাম মনসুর আহমদ। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান এবং বর্তমানে দুবাইয়ে চার বছর ধরে কর্মরত। তার টিকিট নম্বর ছিল ০৫৪৪১১।
লাইভ ড্র চলাকালীন বিজয়ীর নাম ঘোষণার পর প্রথমে বিশ্বাসই করতে পারেননি মনসুর। আনন্দে উচ্ছ্বসিত কণ্ঠে কেবল বলেছেন, “সত্যি? ধন্যবাদ স্যার!”
মনসুর আহমদ বলেন, “আমি চার বছর ধরে দুবাইয়ে আছি। প্রথমবার টিকিট কিনেই এমন পুরস্কার পাব, তা ভাবিনি। প্রথমে ফেসবুকে বিগ টিকিট সম্পর্কে জেনে ১০ জন বন্ধুকে নিয়ে একটি গ্রুপ করি। সবাই মিলে টিকিট কিনেছিলাম, আর অবিশ্বাস্যভাবে আমরা জিতে গেলাম!”
তিনি জানান, পুরস্কারের স্বর্ণ গ্রুপের ১০ জনের মধ্যে সমানভাবে ভাগ করা হবে। এ ছাড়া ভবিষ্যতেও তারা একসঙ্গে টিকিট কেনা চালিয়ে যাবেন। “এটা এমন একটা অভিজ্ঞতা, যা আমরা কোনো দিন ভুলব না,” যোগ করেন তিনি।
বিজয়ের খবর জানার পর সহকর্মী ও বন্ধুদের সঙ্গে ছোট্ট আয়োজনে আনন্দ ভাগাভাগি করেছেন এই তরুণ প্রবাসী। মনসুরের পরিবার বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে।
প্রথম চেষ্টায় এমন জয় অনেকের কাছেই অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও মনসুরের এই অর্জন নিয়ে চলছে আলোচনা, “অর্ধকোটি টাকার স্বর্ণ, আর ভাগ্য এক ক্লিকেই বদলে গেল!”
