মৌলভীবাজারে সরকারি কলেজে "অ্যালাইমনাই অ্যাসোসিয়েশন"আত্মপ্রকাশ
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত : ০৫:০৯ পিএম, ২৬ অক্টোবর ২০২৫ রোববার
ঐতিহ্যবাহী মৌলভীবাজারের কুলাউড়া সরকারি কলেজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠনের লক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে নিজেদের মধ্যে আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে আহ্বায়ক কমিটি গঠন করেন এবং এই কমিটির পরবর্তীকালে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার (২৫শে অক্টোবর) সাড়ে এগারোটায় সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান এর সভাপতিত্বে ও কলেজের প্রাক্তণ ছাত্র সুফিয়ান আহমদের পরিচালনায় বক্তব্য দেন কলেজের প্রাক্তণ ছাত্র মাহমুদুর রহমান চৌধুরী ওয়েছ, আব্দুল মুজিব রুকন, প্রাক্তণ অধ্যক্ষ ও ছাত্র সৌম্য প্রদীপ ভট্টাচায্য সজলসহ আরোও অনেকে।
কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান বলেন, অ্যালামনাই এসোসিয়েশনের উদ্দেশ্য হলো, কলেজের সার্বিক কল্যাণমূখী কাজ করা। কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের মধ্যে পুনঃসংযোগ স্থাপন এবং সম্পর্ক জোরদার করার একটি সুযোগ তৈরি করে দেয়া। তিনি আরো বলেন, আগামী কয়েক মাসের মধ্যে কলেজের প্রাক্তণ শিক্ষার্থীদের নিয়ে একটি পূণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিশেষ করে কলেজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান এমনকি কলেজের অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যদের সন্তানদের মধ্যে যারা অসুস্থ হবে তাদের চিকিৎসা সহায়তায়ও এই এসোসিয়েশনের মাধ্যমে কাজ করবে।
