রোববার   ২৬ অক্টোবর ২০২৫   কার্তিক ১০ ১৪৩২   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

নারীর সাজে পাকিস্তানে পালিয়েছিলেন ওসামা বিন লাদেন!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ২৫ অক্টোবর ২০২৫ শনিবার

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন ২০০১ সালে আফগানিস্তানের তোরা বোরা পাহাড়ে মার্কিন সামরিক অভিযানের সময় নারীর সাজে পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন এমন দাবি করেছেন সিআইএর প্রাক্তন কর্মকর্তা জন কিরিয়াকু।

ভারতের সংবাদমাধ্যম এএনআই-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কিরিয়াকু জানান, অভিযানের সময় সেন্ট্রাল কমান্ডের কমান্ডারের দোভাষী আসলে একজন আল-কায়েদার সদস্য ছিলেন। তিনি পরিচয় লুকিয়ে মার্কিন সেনাবাহিনীতে প্রবেশ করেছিলেন। তিনি বলেন, “প্রথমে বলতে হয়, ওই সময়টাতে যুক্তরাষ্ট্র ঘটনা ঘটার পর প্রতিক্রিয়া দেখিয়েছিল, আগ বাড়িয়ে কিছু করেনি। মনে আছে, আফগানিস্তানে বোমা হামলা শুরু করার আগে আমরা এক মাসের বেশি সময় অপেক্ষা করেছি। আমরা সচেতনভাবে কাজ করতে চেয়েছি। আমরা আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। আমরা ওই অঞ্চলে অবস্থান নেওয়ার জন্য এক মাস অপেক্ষা করেছি।”

কিরিয়াকু আরও ব্যাখ্যা করেন, আফগানিস্তানের দক্ষিণ ও পূর্বের পশতু অঞ্চলে আল-কায়েদার বিভিন্ন ঘাঁটিতে হামলা চালানোর পর তাঁরা মনে করেছিলেন তোরা বোরা পাহাড়ে লাদেনকে কোণঠাসা করতে সক্ষম হয়েছেন। কিন্তু পরে দেখা যায়, লাদেন নারীর সাজে পাকিস্তানে পালিয়ে গেছেন।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর মার্কিন বাহিনী আফগানিস্তানে আল-কায়েদার ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালায়। ২০১১ সালের মে মাসে পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপন অভিযান চালিয়ে ওসামা বিন লাদেনকে হত্যা করে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী।