রোববার   ২৬ অক্টোবর ২০২৫   কার্তিক ১০ ১৪৩২   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

আগামী পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, নিম্নচাপে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

তরুণকণ্ঠ অনলাইন

প্রকাশিত : ০৬:২৬ পিএম, ২৫ অক্টোবর ২০২৫ শনিবার

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ায় এ বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (২৫ অক্টোবর) থেকে আগামী বুধবার (২৯ অক্টোবর} পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে আগামী সোমবার পর্যন্ত তিনদিন দেশের দু–এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামী মঙ্গলবার ও বুধবার রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় উল্লেখ করা হয়েছে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ এবং পরবর্তীতে আজ ভোর ৬টায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি পশ্চিম–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘণীভূত হতে পারে এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থেকে মূলত শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজ ভোর ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। শুক্রবার (২৪ অক্টোবর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় পটুয়াখালীর খেপুপাড়ায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।