আমাকে ফাঁসাতে সাজানো নাটক চলছে: অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া
মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৫ অক্টোবর ২০২৫ শনিবার
টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচার চালিয়ে তাঁকে হয়রানি করার চেষ্টা চলছে। তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি। অথচ কিছু স্বার্থান্বেষী ব্যক্তি ব্যক্তিগত লাভ ও ক্ষমতার লোভে আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে সমাজে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। এটি নিছক সাজানো নাটক, যার পেছনে আছে গোষ্ঠীগত বিরোধ ও ব্যক্তিগত শত্রুতা।”
অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া আরও বলেন, আমি প্রশাসন ও শিক্ষা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই, এসব অপপ্রচার ও মামলার বিষয়ে সুষ্ঠু তদন্ত হোক। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই সত্যের জয় হবেই বলে আমার বিশ্বাস। কেউ যেন ব্যক্তিগত প্রতিহিংসার কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতে না পারে।
তিনি আরও জানান, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত দায়িত্ব নিয়ে কেউ যদি অধ্যক্ষের কক্ষে বসে বা নিজের নামে নিমপ্লেট লাগায়, সেটি প্রশাসনিক নিয়মের পরিপন্থী। প্রতিষ্ঠানের কল্যাণ না ভেবে যারা ক্ষমতা ও প্রভাবের লোভে এমন কাজ করছে, তারা আসলে শিক্ষা নয়, বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
অভিযোগ প্রসঙ্গে স্থানীয় অভিভাবক, শিক্ষক ও শিক্ষানুরাগীরা জানান, অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া একজন অভিজ্ঞ, কর্মঠ ও নীতিবান শিক্ষা প্রশাসক। তাঁর নেতৃত্বে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ দীর্ঘদিন ধরে ভালো ফলাফল ও সুনামের সঙ্গে এগিয়ে আসছে। তাঁদের দাবি, অধ্যক্ষের বিরুদ্ধে করা অভিযোগগুলো সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা মাত্র।
অধ্যক্ষ আলাউদ্দিন মিয়া প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে বলেন, আমি চাই শিক্ষার্থীরা যেন ভয়মুক্ত পরিবেশে পড়াশোনা করতে পারে, শিক্ষকরা যেন সম্মান নিয়ে কাজ করতে পারেন। তাই দ্রুত এসব মিথ্যা মামলা ও অপপ্রচার বন্ধে পদক্ষেপ নেওয়া জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানের সুনামই আমার সবচেয়ে বড় অর্জন, আমি সেই সুনাম রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।
