রোববার   ২৬ অক্টোবর ২০২৫   কার্তিক ১০ ১৪৩২   ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

গলাচিপার চর কাজলে হাসান মামুনের জনসভায় জনস্রোত

আবু তাঈম সিজান, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ০১:৩১ পিএম, ২৫ অক্টোবর ২০২৫ শনিবার


পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চরকাজল ইউনিয়ন ও চরশিবা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪শে অক্টোবর)  বিকেল ৫ টায় উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরকাজল ইউনিয়নের মধ্য ছোট শিবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ জনসভা জনসমুদ্রে পরিণত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য  হাসান মামুন। 

বক্তব্যে হাসান মামুন বলেন, গত ১৭ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, তারা তাদের গনতান্ত্রিক প্রতিনিধি নির্বাচন করতে পারেনি, বাংলাদেশের মানুষ তার ন্যায্য অধিকার পায়নি।একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য দেশের প্রতিটি রাজনৈতিক দল,দেশের প্রতিটি মানুষ কাঙ্ক্ষিত একটি নির্বাচনের জন্য অপেক্ষা করছে।আমাদের সকলের সহযোগীতার মধ্য দিয়ে যদি একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যদি আগামী জাতীয় নির্বাচনে আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন দেন চরকাজল, চরশিবা এবং চরবিশ্বাসকে আমরা একটি উন্নয়নের মডেল হিসেবে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয় পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনে জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য থাকে আমরা এই অঞ্চলকে নিয়ে একটি প্রশাসনিক থানা এবং উপজেলা ঘোষণা করবো। এই অঞ্চলে অত্যাধুনিক হাসপাতাল,  শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল গুরুত্বপূর্ণ সরকারি ভবন নির্মাণ করা হবে।
সবশেষে তিনি সকলকে ঐকবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা তলে থাকার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন চরকাজল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন খাঁন, এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান টিপু বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
গলাচিপা উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন জনসভায়।