ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১২:৫০ পিএম, ২৫ অক্টোবর ২০২৫ শনিবার
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টার পর জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক শুরু হয়েছে।
এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন—দলের সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাবেদ রাসিন, খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।
সাক্ষাৎকালে এনসিপির প্রতিনিধি দল জুলাই সনদের বাস্তবায়ন আদেশ, আইনি ভিত্তিসহ সনদের নানা বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
এছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজসহ কমিশনের সদস্যরা বৈঠকে উপস্থিত রয়েছেন।
