শনিবার   ২৫ অক্টোবর ২০২৫   কার্তিক ৯ ১৪৩২   ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

গাজীপুর-৩ আসনে আক্তারুল আলম মাস্টারের ৩১ দফার লিফলেট বিতরণ

প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ২৪ অক্টোবর ২০২৫ শুক্রবার


নজরুল ইসলাম,গাজীপুর।

গাজীপুর-৩ (শ্রীপুর-সদরের একাংশ) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার কেন্দ্রের নির্দেশে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর বাজার ও আশপাশের এলাকায় তিনি লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ শেষে মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার বলেন, দলের নির্দেশনা পেয়ে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিন নির্বাচনী এলাকায় উঠান বৈঠক এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করছি। বিএনপির রাষ্ট্রকাঠামো বিতরণের পাশাপাশি ধানের শীষের পক্ষে সাধারণ জনগনের কাছে ভোট প্রার্থনা করছি। আমি যেখানেই যাচ্ছি প্রার্থী হিসেবে ভোটার ও সাধারণ মানুষের ব্যাপক সারা পাচ্ছি। তারুণ্যের প্রথম ভোট ধানে শীষের পক্ষে হোক দলের এই ম্যাসেজ আমি সবার কাছে পৌছে দিচ্ছি। মানুষ ধানের শীষে ভোট দেয়ার জন্য নির্বাচনের দিকে তাকিয়ে আছে। লিফলেট বিতরনের সময় গাজীপুর সদর উপজেলা বিএনপি নেতাকার্মীসহ দলের বিভিন্ন ইউনিটের কয়েক শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।