এশিয়া কাপ ট্রফি বিতর্কে এবার নতুন মোড়
মোঃ মাহাবুবুর রহমান রাব্বি
প্রকাশিত : ০১:২২ পিএম, ২৩ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতার পরও ভারতীয় ক্রিকেট দল এখনো ট্রফি হাতে পায়নি। ট্রফি হস্তান্তরের জন্য এশীয় ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) চিঠি দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের চিঠির জবাবে এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকভি ভারতকে অনুষ্টান করে ট্রফি হস্তান্তরের প্রস্তাব দিলেও বিসিসিআই তা প্রত্যাখ্যান করেছে।
ভারতের একটি সূত্র জানিয়েছে, আমরা ট্রফি হস্তান্তর সংক্রান্ত তার (নাকভি) প্রতিক্রিয়া গ্রহণ করব না।
এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ড বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।
নাকভি ভারতকে ট্রফি হস্তান্তর করার জন্য নভেম্বরের প্রথম সপ্তাহে একটি অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। নাকভির প্রস্তাবের এক দিন পর ভারত তাদের এই সিদ্ধান্ত জানিয়ে দেয়।
ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয়ের পর মহসিন নাকভির কাছ থেকে ট্রফি ও পদক গ্রহণ করতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল।
তারপর ট্রফি হস্তান্তর না করে চলে যায় নাকভি। এরপর থেকে এখনো পর্যন্ত ট্রফিটি দুবাইয়ের এসিসি অফিসে রয়েছে।