শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৯:৫৩ পিএম, ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

গাজীপুর প্রতিনিধি:গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচা-ভাতিজার মধ্যে সংঘর্ষের ঘটনায় নিরপরাধ প্রতিবেশীদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করায় নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
সোমবার(২০ অক্টোবর)বিকেলে চকপাড়া গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাসনাত বারী তৌহিদ লিখিত বক্তব্য বলেন,কিছুদিন আগে আমার বাবা মারা যাওয়ার পর আমার আপন চাচা জসিম উদ্দিন দুলদুল, রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের পরিবারকে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়াদি নিয়ে হয়রানি করে আসছেন।তিনি আরও জানান,গত ১৭ অক্টোবর রাতে আমি বাড়ির পাশে দোকানে বসে ছিলাম।হঠাৎ চাচা আমাকে ডেকে বলেন,বাড়িতে থাকতে পারবো না,জমিতে কোন ধরনের চাষ করতে দেওয়া হবে না,কিছু বুঝে ওঠার আগেই তাঁর লোকজন আমার ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি অতর্কিত মারধর শুরু করে,এঘটনায় আমি গুরুতর আহত হয়।ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে প্রাননাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।প্রভাব খাটিয়ে আমাদেরকে এবং প্রতিবেশী ১০/১৫ জন নিরপরাধ লোকজন যারা ঘটনার সময় অনেকেই ছিল না তাদের বিরুদ্ধ থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে।সংবাদ সম্মেলনের মাধ্যমে এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।ভুক্তভোগীরা প্রশাসনের কাছে এঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।সংবাদ সম্মেলনে এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় বয়োজ্যেষ্ঠ মুরব্বিরা উপস্থিত ছিলেন।