মঙ্গলবার   ২১ অক্টোবর ২০২৫   কার্তিক ৬ ১৪৩২   ২৮ রবিউস সানি ১৪৪৭

অ্যাটলির নির্মাণে ববি-রণবীরের বাজিমাত

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০১:৪৫ পিএম, ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

দক্ষিণী সিনেমার সীমানা পেরিয়ে বলিউডে এক নতুন অধ্যায় লিখছেন অ্যাটলি। ‘জওয়ান’-এ শাহরুখ খানের সঙ্গে তার জুটি এরই মধ্যে গড়েছে ইতিহাস। এবার তিনি ফিরেছেন আরও বড় চমক নিয়ে। আলো-ঝলমলে সেটে ধরা পড়েছে এক অনন্য যুগলবন্দি ববি দেওল ও রণবীর সিং। দুই প্রজন্ম ও দুই শক্তির বিস্ফোরণে অ্যাটলির ক্যামেরায় গড়ে উঠেছে এক সিনেমাটিক মহাযুদ্ধ।

সম্প্রতি মুক্তি পেয়েছে অ্যাটলির পরিচালনায় নির্মিত এক বিজ্ঞাপন। যেটি পূর্ণদৈর্ঘ্যের কোনো সিনেমা নয়, আবার সিনেমার চেয়ে কমও কিছু নয়। ১৫০ কোটি রুপিতে প্রথমবারের মতো অ্যাটলি নির্মাণ করেছেন একটি স্বল্পদৈর্ঘ্য বিজ্ঞাপন ফিল্ম। সিনেমাটিক সেই বিজ্ঞাপনে একসঙ্গে নজরে আসেন ববি দেওল ও রণবীর সিং। আর তাদের সঙ্গে ছিলেন হালের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা।

অ্যাটলির নির্মাণে ববি-রণবীরের বাজিমাত
প্রকাশিত বিজ্ঞাপনটি এমনভাবে সাজানো হয়েছে, যেন কোনো এক সিনেমার গল্প। প্রায় ৮ মিনিট দৈর্ঘ্যের ‘চিংস দেশি চাইনিজ’ ব্র্যান্ডের বিজ্ঞাপন ভিডিওতে ‘এজেন্ট চিং’ চরিত্রে নজরে আসেন রণবীর, ‘এজেন্ট মিরচি’ চরিত্রে শ্রীলীলা এবং খল-চরিত্রে ‘প্রফেসর নয়েস’রূপে নজরে আসেন ববি দেওল। গত ১৯ অক্টোবর ‘চিংস সিক্রেট’-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়। এর পর থেকেই মন্তব্যঘরে প্রশংসায় ভাসাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।

বিজ্ঞাপনটির নির্মাণ নিয়ে অ্যাটলি বলেন, ‘ভালো কাজের গোপন উপাদান হলো প্রেম’। তিনি এই বিজ্ঞাপনে এমন একটা অনুভূতি রাখতে চেয়েছেন, যা শুধু ব্র্যান্ড-প্রচার নয়, বরং দর্শককে আনন্দ দেবে।

অ্যাটলির পরিচালনায় নির্মিত এ বিজ্ঞাপনটি ঘিরে অনেক নেটিজেনের ধারণা, রণবীর সিং-এর আসন্ন ‘ধুরন্ধর’ সিনেমা মুক্তির আগেই নিজের ফেলে আসা স্টারডম ফিরে পেতে সাহায্য করবে এবং বলিউডে রণবীরের পুরোনো ব্লকবাস্টার সিনেমার মতো করে আবারও ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।