বুধবার   ২২ অক্টোবর ২০২৫   কার্তিক ৬ ১৪৩২   ২৯ রবিউস সানি ১৪৪৭

এআইয়ের অপব্যবহার রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান সিইসির

সুমন ইসলাম

প্রকাশিত : ১২:৫২ পিএম, ২১ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার এখন বৈশ্বিক উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “এআই এমন এক শক্তিশালী হাতিয়ার, যা একজন ডাক্তার যেমন ভালো কাজে ব্যবহার করতে পারেন, তেমনি একজন ছিনতাইকারীও অপব্যবহার করতে পারে।”

 

মঙ্গলবার (২১ অক্টোবর) নির্বাচন কমিশন আয়োজিত ‘নির্বাচনী প্রক্রিয়ায় এআই অপব্যবহার প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে এআইয়ের অপব্যবহার ঠেকাতে প্রযুক্তিটিকে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে একীভূত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

 

সিইসি বলেন, “আমরা সবাই মিলে একত্রে চিন্তা করলে অনেক ভালো কিছু বেরিয়ে আসবে। এই কর্মশালাটি সেই চিন্তার জায়গা তৈরি করছে।” তিনি নির্বাচনী প্রক্রিয়ায় এআই অপব্যবহার প্রতিরোধে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করার নির্দেশনা দেন।

 

তিনি বলেন, “শুধু নীতিগত দিক নয়, বরং বাস্তবায়নযোগ্য খুঁটিনাটি বিষয়েও প্রস্তাব চাই। ২৪ ঘণ্টা নজরদারি, তথ্য যাচাই (ফ্যাক্ট চেকিং) এবং প্রত্যন্ত অঞ্চলে সংযোগ স্থাপনের পরিকল্পনা জরুরি।”

 

সিইসি উল্লেখ করেন, “নির্বাচন চলাকালীন সময়, বিশেষ করে গভীর রাতে, ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়াতে পারে। তাই ফ্যাক্ট চেকিং সেলকে সার্বক্ষণিক সক্রিয় থাকতে হবে। কতজন লোকবল লাগবে, তাদের যোগ্যতা কী হবে—এসব নির্দিষ্ট করতে হবে।”

 

তিনি আরও বলেন, পাহাড়ি ও উপকূলীয় দুর্গম এলাকা থেকেও মিথ্যা তথ্য আসতে পারে। তাই প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে কেন্দ্রীয় সেলের সমন্বয় জোরদার করতে হবে এবং স্থানীয় পর্যায়ে তথ্য যাচাইয়ের নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।

 

সিইসি আশা প্রকাশ করেন, এই কর্মশালার ফলাফল নির্বাচনী প্রক্রিয়াকে আরও নিরাপদ, স্বচ্ছ ও প্রযুক্তিগতভাবে শক্তিশালী করবে।