রণবীর-আলিয়া আলিসান বাড়িতে কন্যা রাহার সঙ্গে গৃহপ্রবেশ
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ১০:৫২ এএম, ১৯ অক্টোবর ২০২৫ রোববার

বলিউড তারকা দম্পতি **রণবীর কাপুর ও আলিয়া ভাট** প্রায় দুই বছরের অপেক্ষার পর শেষমেষ তাদের স্বপ্নের বাসভবনে গৃহপ্রবেশ করতে যাচ্ছেন। এবার **দীপাবলির দিনে** তারা কন্যা **রাহা**-কে নিয়ে এই বিশেষ অনুষ্ঠান উদযাপন করবেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই বিলাসবহুল **বাংগলোটি ২৫০ কোটি রুপি মূল্যের** এবং ছয় তলা বিশিষ্ট। প্রাথমিকভাবে এই জমি ছিল **রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের**, পরে উত্তরাধিকার সূত্রে ঋষি কাপুর ও নিত কাপুরের কাছে যায়। ঋষির মৃত্যুর পর জমি পান রণবীর এবং সেই জমিতেই তৈরি হয় বর্তমান বিলাসবহুল বাড়িটি।
প্রতিটি তলায় রয়েছে **ঝুলন্ত বাগানবারান্দা**, **টপ ফ্লোরে সুইমিংপুল** এবং **আরব সাগরের দৃশ্য**। প্রতিটি ফ্লোরে প্রায় ১০টি বড় রুম রয়েছে। বিশেষভাবে একটি ফ্লোরে রণবীর তৈরি করেছেন **ছোট সিনেমা হল**, আর একটি সম্পূর্ণ ফ্লোরই কন্যা রাহার জন্য সংরক্ষিত।
সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে রণবীর ও আলিয়া জানিয়েছেন, “এই দিওয়ালিতে আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করছি। সকলকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আশা করি, আগামী দিনেও পরিবারের গোপনীয়তা বজায় রাখতে পারবো। সকলকে ভালোবাসা ও শুভেচ্ছা।”