লাকসামের সালেপুরে খামার থেকে ৮টি গরু চুরি
প্রকাশিত : ০৭:১০ পিএম, ১৮ অক্টোবর ২০২৫ শনিবার

ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা, হতাশ খামারি কামরুজ্জামান
কুমিল্লার লাকসাম উপজেলার কান্দিরপার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সালেপুর পশ্চিম পাড়ায় এক খামারে সংঘবদ্ধ চোরের দলের বড় ধরনের গরু চুরির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী খামারি মো. কামরুজ্জামান, পিতা আবুল কালাম ও মাতা মৃত সালেহা, জানান যে শুক্রবার ভোররাত আনুমানিক ৪টার দিকে চোরের দল তার খামারের নেট ছিঁড়ে ও চারটি তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ৮টি গরু চুরি করে নিয়ে যায়।
চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
খামারি কামরুজ্জামান বলেন, আমি নিজের পরিশ্রমে গরুগুলো বড় করেছি। এক রাতে সব নিয়ে গেল। এখন আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।