টঙ্গীর জাভান হোটেল এন্ড বারে ডিবি পুলিশের অভিযান
স্টাফ রিপোর্টার
প্রকাশিত : ১২:৩৪ এএম, ১৮ অক্টোবর ২০২৫ শনিবার

গাজীপুরের টঙ্গীতে জাভান হোটেল এন্ড বারে অভিযান পরিচালনা করেছে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল।
শুক্রবার রাতে টঙ্গী রেলস্টেশনের বিপরীতে, টঙ্গী-কালীগঞ্জ হাইওয়ে সংলগ্ন এই হোটেলে অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ জানায়, বেশ কিছু অভিযোগের ভিত্তিতে— যেমন ইয়াবা সেবন, নারী সংশ্লিষ্ট অশ্লীল কার্যকলাপসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এই অভিযান চালানো হয়।
অভিযান শেষে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা বিভাগ জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। তবে তদন্ত ও তল্লাশির পর ইয়াবা বা অসামাজিক কার্যকলাপের কোনো প্রমাণ মেলেনি।
ডিবি পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অসামাজিক কর্মকাণ্ড দমনেও ইতিবাচক ভূমিকা রাখছে বলে জানিয়েছেন স্থানীয়রা।