বিয়ে নয়, এখন শুধু কাজ নিয়েই ভাবছেন শাকিবের নায়িকা ইধিকা
বিনোদন ডেস্ক
প্রকাশিত : ০৫:১৩ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে বাংলাদেশের দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। সিনেমাটি ব্যবসাসফল হওয়ার পর তিনি শাকিবের নায়িকা হিসেবেই পরিচিতি পান। বর্তমানে টালিউডে ‘খাদান’ ও ‘রঘু ডাকাত’ সিনেমার মাধ্যমে বেশ আলোচনায় আছেন তিনি।
সম্প্রতি একটি অনলাইন সাক্ষাৎকারে ইধিকার কাছে জানতে চাওয়া হয়— তিনি কবে বিয়ের পিঁড়িতে বসছেন? উত্তরে অভিনেত্রী বলেন, “এই মুহূর্তে আমি বিয়ে নিয়ে ভাবছি না। বিয়ে মানেই অনেক দায়িত্ব, তাই এখন বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। সেই চিন্তা এখন অনেক দূরের।”
তিনি আরও বলেন, “আগামী ১০ বছরে আমি অনেক কাজ করতে চাই। এমন একজন অভিনেত্রী হতে চাই, যিনি সারা বছর কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। এখন আমার মূল লক্ষ্য নিজের কাজে মন দেওয়া, ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সময় নেই।”
দেবের বিপরীতে অভিনয়ের মাধ্যমেই টালিউডে আত্মপ্রকাশ করেন ইধিকা পাল। প্রথমেই ব্লকবাস্টার সিনেমায় সুযোগ পাওয়াকে নিজের বড় প্রাপ্তি বলে মনে করেন এই অভিনেত্রী।