বৃহস্পতিবার   ১৬ অক্টোবর ২০২৫   কার্তিক ১ ১৪৩২   ২৩ রবিউস সানি ১৪৪৭

বিকেল ৫টার মধ্যে দাবি না মানলে ‘লং মার্চ টু যমুনা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৫:০৪ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার


বিকেল ৫টার মধ্যে দাবি আদায় না হলে যমুনা অভিমুখে লং মার্চের হুঁশিয়ারি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে সচিবালয়ে বৈঠক শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

 

অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, “আমাদের আলোচনার জন্য সচিবালয়ে ডাকা হয়েছিল, কিন্তু সেখানে গিয়ে বুঝেছি এটি আসলে কোনো আলোচনা ছিল না, বরং সরকারের বিভিন্ন সংস্থার চাপে সাজানো একটি আই ওয়াশ মাত্র। তাই আমরা আর কাউকে বিশ্বাস করি না।”

 

তিনি আরও বলেন, “এখন আমাদের একমাত্র আশা প্রধান উপদেষ্টার কাছে। বিকেল ৫টা পর্যন্ত আমরা সময় বেঁধে দিচ্ছি। এর মধ্যে দাবি না মানা হলে আমরা যমুনা অভিমুখে লং মার্চ শুরু করবো।”

 

আজিজী জানান, আলোচনার সময় তারা ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা চালু করার দাবি জানান। সরকারের বাজেট সংকট বিবেচনায় কিছুটা ছাড় দেওয়ার প্রস্তাবও করেছিলেন তারা, কিন্তু কর্তৃপক্ষ কোনো দাবি মেনে নেয়নি।

 

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আলোচনার নামে আমাদের প্রহসন করা হয়েছে। এখন আমাদের দাবিগুলো চলতি মাস থেকেই বাস্তবায়ন করতে হবে। কোনো ছাড় দেওয়া হবে না।”

 

উল্লেখ্য, বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষকরা। সেখান থেকেই দাবি আদায় না হলে যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দেন তারা।

 

তাদের মূল দাবি—বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধি, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান।