তিন শর্তে এনসিপির জুলাই সনদে স্বাক্ষর: নাহিদ ইসলামের হুঁশিয়ারি
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ০৪:০৬ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

জুলাই সনদ বাস্তবায়নে তিনটি শর্ত পূরণ না হলে দলটি সনদে স্বাক্ষর করবে না বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অবস্থান জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে। এতে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য ও ন্যারেটিভ বাদ দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ বিষয়টি রাজনৈতিক দলগুলোকে দেখানো হয়নি।
তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া না দেখে এনসিপি কোনো অবস্থাতেই স্বাক্ষর করবে না। গণমানুষের দাবি পূরণ ছাড়া এই সনদে স্বাক্ষর দেওয়া জনগণের সঙ্গে প্রতারণার শামিল।”
এনসিপির তিন শর্ত:**
১. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের চূড়ান্ত খসড়া ও গণভোটের প্রশ্ন আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে।
২. আদেশটি জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে।
৩. গণভোটে যদি জনগণ জুলাই সনদে সমর্থন দেয়, তাহলে নোট অব ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না; পরবর্তী নির্বাচিত সংসদ সেই রায়ের ভিত্তিতে নতুন সংবিধান সংস্কার করবে, যার নাম হবে *বাংলাদেশ সংবিধান ২০২৬*।
নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। নির্বাচন কমিশনের জন্য আমাদের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।”
এনসিপির এই ঘোষণা জুলাই সনদ স্বাক্ষরের প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক জটিলতা সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।