সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫   অগ্রাহায়ণ ২৩ ১৪৩২   ১৭ জমাদিউস সানি ১৪৪৭

শেখ হাসিনার মৃত্যুদণ্ড দাবি রাষ্ট্রপক্ষের

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ০৪:০২ পিএম, ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। টানা পাঁচ দিন যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ আবেদন জানান।

 

চিফ প্রসিকিউটর আদালতে বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে ১৪০০ ছাত্র-জনতা নিহত হয়েছেন। একজন মানুষকে হত্যার দায়ে একবার মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাই ১৪০০ মানুষের হত্যার দায়ে শেখ হাসিনার জন্য চরম দণ্ডই ন্যায়বিচার।”

 

তিনি জানান, শেখ হাসিনা দেশত্যাগের পরও ভারত থেকে আন্দোলনকারীদের হত্যার হুমকি দিয়েছেন এবং মামলার বাদীদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এতে তার মধ্যে কোনো অনুশোচনার লক্ষণ দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি।

 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্পর্কে তাজুল ইসলাম বলেন, “তিনি গ্যাং অব ফোরের সদস্য ছিলেন। তার বাসায় বসে হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। হেলিকপ্টার ও ড্রোন হামলার সিদ্ধান্ত তার নির্দেশেই বাস্তবায়িত হয়। মাঠ পর্যায়ে গিয়ে তিনি নিজে তদারকি করেছেন।”

 

তবে রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিষয়ে সিদ্ধান্ত আদালতের ওপর ছেড়ে দিয়েছেন চিফ প্রসিকিউটর।

 

রাষ্ট্রপক্ষ আরো আদালতের কাছে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের আবেদন করেছে, যা আসামিদের সম্পদ থেকে আদায় করার প্রস্তাব দেওয়া হয়েছে।