বৃহস্পতিবার   ১৬ অক্টোবর ২০২৫   কার্তিক ১ ১৪৩২   ২৩ রবিউস সানি ১৪৪৭

বাংলাদেশ-নেদারল্যান্ডস পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক, গুরুত্ব পাবে

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ১১:০৫ এএম, ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, পানি ব্যবস্থাপনা, ডেল্টা প্ল্যান, বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হেগে বসছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রসচিব পর্যায়ের ষষ্ঠ বৈঠক। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং নেদারল্যান্ডসের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির বিদেশি বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সহকারী মন্ত্রী আউকে ডেভরিজ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে দুই দেশের মধ্যে গণতান্ত্রিক সংস্কার, মানবাধিকার, অভিবাসন, জলবায়ু পরিবর্তন, কৃষি, আইটি ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণসহ বহুমাত্রিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে। বিশেষ গুরুত্ব পাবে পানি ব্যবস্থাপনা ও বাংলাদেশ ডেল্টা প্ল্যান বাস্তবায়ন।

ঢাকার কূটনৈতিক সূত্র জানায়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ইতালি সফর শেষে পররাষ্ট্রসচিব সিয়াম বুধবার রোম থেকে হেগে পৌঁছান। পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর যেখানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “নেদারল্যান্ডসের সঙ্গে কৃষি, প্রযুক্তি, পানি ব্যবস্থাপনা ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে অনেক সুযোগ রয়েছে। পাশাপাশি মানবাধিকার, নির্বাচন প্রস্তুতি ও রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হবে।”

হেগে দায়িত্ব পালন করা এক প্রাক্তন কূটনীতিক বলেন, নেদারল্যান্ডস বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। দেশটি শুধু পানি ব্যবস্থাপনা নয়, ডেল্টা প্ল্যানসহ অন্তত ৮০টির বেশি প্রকল্পে বাংলাদেশে কাজ করছে। ৫০টিরও বেশি ডাচ এনজিও ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।

তিনি আরও বলেন, “নেদারল্যান্ডস সম্প্রতি তাদের বিদেশি সহায়তা কমিয়েছে, ফলে বাংলাদেশের সহযোগিতা কমেছে। এবারকার বৈঠকে বাংলাদেশ এ বিষয়েও আলোচনায় আগ্রহী থাকতে পারে।”