বৃহস্পতিবার   ১৬ অক্টোবর ২০২৫   কার্তিক ১ ১৪৩২   ২৩ রবিউস সানি ১৪৪৭

৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১০:৪৯ এএম, ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

দীর্ঘ ৩৫ বছর পর উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১৭টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়।

 

সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন দেখা যায়, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মুনুজান হলে ভোট দিতে আসা এক ছাত্রী বলেন, “৩৫ বছর পর রাকসুর ভোট দিতে পারছি—এটা আমাদের জন্য ইতিহাস।”

 

বিতর্ক বিষয়ক সম্পাদক প্রার্থী সানজিদা বলেন, “আমি বিতর্কের মানুষ, তাই এই পদে লড়ছি। আমার সহপাঠীরা যোগ্যতাকে মূল্য দেবে বলেই বিশ্বাস করি।” আর আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস প্রার্থী সালাউদ্দীন আম্মার বলেন, “এখন পর্যন্ত পরিবেশ ভালো। দিনশেষে আশা করি সুষ্ঠুভাবেই ভোট শেষ হবে।”

 

রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। কেন্দ্রীয় সংসদ, হল সংসদ ও সিনেট সদস্যপদে মোট ৮৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসজুড়ে মোতায়েন করা হয়েছে দুই হাজার পুলিশ, ছয় প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‌্যাব।

 

এবারের নির্বাচনে ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে উল্লেখযোগ্য আটটি হলো—ছাত্রদল মনোনীত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের নেতৃত্বে ‘রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ’, সাবেক সমন্বয়কদের ‘আধিপত্যবাদবিরোধী ঐক্য’, বামপন্থী জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ছাত্র ইউনিয়নের একাংশের ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’,

সাবেক নারী সমন্বয়কের নেতৃত্বে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ এবং ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’।