চাকসুর ভিপি-জিএস পদে জয়ী ছাত্রশিবির, এজিএসে ছাত্রদল
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত : ১০:৪৮ এএম, ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও জেনারেল সেক্রেটারি (জিএস) পদে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’। অন্যদিকে, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ১৪টি হল ও একটি হোস্টেলের ফল অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন।
ফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ইব্রাহিম হোসেন রনি ৭ হাজার ২২১ ভোট এবং জিএস পদে একই প্যানেলের প্রার্থী সাঈদ বিন হাবিব ৭ হাজার ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে, এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক ৬ হাজার ৪৪১ ভোটে জয়ী হন।
চাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের পাঁচ অনুষদের ১৫টি কেন্দ্রে এবং চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর সন্ধ্যায় বিভিন্ন অনুষদ ভবনে একযোগে ভোট গণনা শুরু হয়।
দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে প্রায় ২৭ হাজার ৫১৬ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে ৪১৫ জন প্রার্থী এবং হল
সংসদগুলোর ২১০টি পদে ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
মোট ১৩টি প্যানেল অংশ নেয় নির্বাচনে। এর মধ্যে ছাত্রশিবিরের ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’, ছাত্রদলের প্যানেল, বামপন্থী সংগঠনগুলোর ‘দ্রোহ পর্ষদ’ এবং ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলকে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়।