বৃহস্পতিবার   ১৬ অক্টোবর ২০২৫   কার্তিক ১ ১৪৩২   ২৩ রবিউস সানি ১৪৪৭

ইমন–আমিনদের আড্ডায় আহমেদ শরীফ ভাইরাল!

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত : ০৮:২৬ এএম, ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

ঢালিউডের সোনালি যুগের তারকাদের আড্ডা যেন হঠাৎ ফিরে এল নিউইয়র্কের এক রেস্তোরাঁয়। এক খলনায়ককে ঘিরে হাসি-ঠাট্টা, স্মৃতিচারণা আর মজার দৃশ্য–ঠিক যেন সিনেমার শেষ দৃশ্য!

 

খল অভিনেতা আহমেদ শরীফকে ঘিরে জাপটে ধরলেন ঢালিউডের চার জনপ্রিয় নায়ক–আমিন খান, মামনুন হাসান ইমন, জায়েদ খান, আলেকজান্ডার বো।

 

জায়েদ খান জানালেন, “বাংলাদেশে আমরা শিল্পী সমিতিতে এমন আড্ডায় মিলিত হতাম। যুক্তরাষ্ট্রে থেকে সেটাই মিস করছিলাম। তাই পরিকল্পনা করে সবাই একসাথে বসে গেলাম।”

 

নিউইয়র্কের এই আড্ডায় যেন আবার ফিরে এসেছিল এফডিসির সোনালি দিন। হাসি-মজার ফাঁকে আহমেদ শরীফ শেয়ার করেছেন তাঁর অভিনয় জীবনের অজানা কিছু গল্প–জসীম, রাজ্জাক, ববিতা, সালমান শাহ থেকে শাকিব খান–সবাই যেন ফিরে এলেন আলোচনায়।

 

৮ শতাধিক সিনেমার এই কিংবদন্তি অভিনেতা জানালেন, “সেই সময়ের সম্পর্ক ছিল পরিবারে মতো। জসীম ভাইকে ছাড়া আমি কোনো শুটিং করতাম না।”

 

নায়ক ইমন বললেন, “আহমেদ শরীফ ভাই এখনো প্রাণবন্ত মানুষ। তাঁর কাছ থেকে আমরা অনেক শিখেছি, তাঁর শ্রদ্ধাবোধ আজকের প্রজন্মের জন্য উদাহরণ।”

 

এই আড্ডায় অনুপস্থিত ছিলেন অভিনেতা বাপ্পী চৌধুরী। তবুও নায়কদের আড্ডায় সিনেমার গল্পে হাসি-ঠাট্টায় জমে উঠেছিল নিউইয়র্কের রাত।

 

সবশেষে নায়কেরা যেন রূপালী পর্দার বাস্তব দৃশ্যকে জীবন্ত করে তুললেন–চারজন নায়ক মিলে ‘ভিলেন’ আহমেদ শরীফকে জাপটে ধরলেন।

 

জায়েদ খান মজা করে বললেন, “আমরা ভেবেছিলাম সিনেমার শেষ দৃশ্য–নায়করা জয়ী, আর ভিলেন হার মানছেন!”

 

দর্শকদের মনে যেন নতুন করে ফিরে এল ঢালিউডের পুরোনো দিনের আনন্দ, ভালোবাসা ও সম্পর্কের সেই আবেগময় বন্ধন।