শিক্ষকদের যৌক্তিক দাবিতে পুলিশের হামলার প্রতিবাদে নোমানের ক্ষোভ
রিয়াদ হোসাইন লাকসাম কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১১:৫৯ পিএম, ১২ অক্টোবর ২০২৫ রোববার

শিক্ষকরা হচ্ছেন জাতির বিবেক, মানুষ গড়ার কারিগর। অথচ আজ সেই জাতির বিবেককেই আন্দোলনের মিছিলে অপমান ও লাঠিচার্জের শিকার হতে হচ্ছে। শিক্ষকদের উপর পুলিশী হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এর কুমিল্লা জেলা যুগ্ম আহবায়ক ও শ্রীফলিয়া আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান।
তিনি বলেন, শিক্ষকদের যে বেতন দেওয়া হয় তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। তাই ইন্টেরিম সরকারকে বলবো, তাঁদের সাথে বসে আলোচনার মাধ্যমে সংকট সমাধান করুন।
নোমান আরও বলেন, এসএসসি পাশ পুলিশ আজ মানুষ গড়ার কারিগর মাস্টার্স পাশ শিক্ষকের কলার চেপে ধরে লাঠিচার্জ করছে এটা কী আমার সোনার বাংলাদেশে সম্ভব? পুলিশ কি কোনোদিন কোনো শিক্ষকের কাছ থেকে পড়েনি? তাহলে এই অবস্থা কেন?
তিনি পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জাতির বিবেকের হাতে হাতকড়া কেন? এই বৈষম্যমূলক আচরণ দেশের জন্য কলঙ্ক। শেষে তিনি শিক্ষকদের ন্যায্য দাবি ও ২০ শতাংশ বাড়িভাতা প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপন দ্রুত জারির জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।