পুয়ের্তো রিকো ম্যাচের আগে চোটের ধাক্কা আর্জেন্টিনা শিবিরে
মোঃ মাহাবুবুর রহমান রাব্বি
প্রকাশিত : ০৪:১৩ পিএম, ১২ অক্টোবর ২০২৫ রোববার

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অক্টোবর মাসে দুটি প্রীতি ম্যাচ খেলছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে জয়ের দেখা পেলেও দ্বিতীয় ম্যাচের আগে দলটি পেল দুঃসংবাদ—হাঁটুর চোটে ছিটকে গেছেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।
আগামী বুধবার পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে থাকতে পারবেন না ২৪ বছর বয়সী চেলসি তারকা ফার্নান্দেজ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, তার ডান হাঁটুর সিনোভাইটিস ধরা পড়েছে। ফলে তিনি দলের বাইরে রয়েছেন।
গত শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া ম্যাচে প্রায় পুরো সময় খেলেছিলেন এনজো। ওই ম্যাচেই তার হাঁটুর সমস্যা দেখা দেয় বলে জানা গেছে।
ফার্নান্দেজের অনুপস্থিতিতে আর্জেন্টিনার মধ্যমাঠে কিছুটা শূন্যতা তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। চেলসির চোটগ্রস্তদের তালিকায় তিনি যোগ দিলেন আরও কয়েকজন সতীর্থ—কোল পালমার, ডারিও এসুগো ও অ্যান্দ্রে সান্তোসের সঙ্গে।
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে হারায় ১-০ গোলে। দলের একমাত্র গোলটি করেন জিওভানি লো সেলসো। সেই জয়ের ধারায় থেকে পুয়ের্তো রিকোর বিপক্ষেও জয়ের লক্ষ্য নিয়েই নামবে লিওনেল স্কালোনির দল, যদিও এনজোর চোট তাদের পরিকল্পনায় বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।