প্রেস ক্লাবের সামনে সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জে ছত্রভঙ্গ শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৩:৫২ পিএম, ১২ অক্টোবর ২০২৫ রোববার

২০ শতাংশ বাড়িভাড়ার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনরত শিক্ষকদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
সাক্ষীদের বরাতে জানা গেছে, প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া শিক্ষকদের সরাতে প্রথমে পুলিশ জলকামান নিক্ষেপ করে। পরপরই সাউন্ড গ্রেনেডের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের পুরোপুরি সড়ক থেকে সরিয়ে দেয়।
এ সময় শিক্ষকরা দফায় দফায় পুনরায় রাস্তায় ফিরে এসে অবস্থান নেওয়ার চেষ্টা করেন এবং স্লোগান দেন। দুপুর সোয়া ২টা পর্যন্ত পুলিশ ও শিক্ষকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার পরিস্থিতি চলতে থাকে।
এর আগে, জাতীয়করণপ্রত্যাশী জোটের নেতারা প্রেস ক্লাবের সামনে থেকে সরে শহীদ মিনারে অবস্থান নেওয়ার ঘোষণা দেন। তাদের একাংশ মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে রওনা হন, তবে অন্য অংশ প্রেস ক্লাবের সামনেই থেকে যান এবং সচিবালয়ের দিকে লংমার্চের ঘোষণা দেন। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে পুলিশ অ্যাকশনে যায়।
দুপুর পর্যন্ত প্রেস ক্লাবের আশপাশে টানটান উত্তেজনা বিরাজ করছে, এবং পুলিশ অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।