বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫   পৌষ ১০ ১৪৩২   ০৫ রজব ১৪৪৭

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব এহছানুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১০:৪৯ এএম, ১২ অক্টোবর ২০২৫ রোববার


জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. এহছানুল হক। তিনি এর আগে চুক্তিভিত্তিকভাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে মন্ত্রণালয়টির সিনিয়র সচিবের দায়িত্বে ছিলেন মো. মোখলেস উর রহমান। গত ২১ সেপ্টেম্বর তাকে পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) হিসেবে বদলি করা হয়। ফলে ২১ দিন পর নতুন সচিব পেল জনপ্রশাসন মন্ত্রণালয়। এই সময়ে ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব আবু শাহীন মো. আসাদুজ্জামান রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৭ আগস্ট দুই বছরের চুক্তিতে সচিব হিসেবে নিয়োগ পান এহছানুল হক। পরদিন (১৮ আগস্ট) তিনি সিনিয়র সচিব পদে উন্নীত হন।

বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা এহছানুল হক অতিরিক্ত সচিব থাকা অবস্থায় অবসরে যান। পরবর্তীতে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে পুনরায় প্রশাসনে যুক্ত হন।