শনিবার   ১১ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৫ ১৪৩২   ১৮ রবিউস সানি ১৪৪৭

সিনেমা আর সংসার পেছনে ফেলে সন্ন্যাসের পথে ঐশ্বরিয়ার প্রতিদ্বন্দ্ব

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার

নব্বইয়ের দশকে বলিউডের জনপ্রিয় মুখ ছিলেন অভিনেত্রী বরখা মাদান। একসময় ঐশ্বরিয়া রাইয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত এই অভিনেত্রী ক্যারিয়ারের শীর্ষে থাকতেই আলো-ঝলমলে দুনিয়া ছেড়ে বেছে নেন ধ্যান ও শান্তির জীবন। ২০১২ সালে তিনি বৌদ্ধ ভিক্ষুণী হিসেবে সন্ন্যাস গ্রহণ করেন।

ভারতের পাঞ্জাবে জন্ম নেওয়া বরখা মাদান শৈশব থেকেই নাচ, শিল্প ও আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট ছিলেন। ১৯৯৪ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ‘মিস ট্যুরিজম ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি এবং আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করেন। সেখানেই তৃতীয় রানার-আপ হয়ে আলোচনায় আসেন এই সুন্দরী।

১৯৯৬ সালে অক্ষয় কুমার, রেখা ও রাভিনা ট্যান্ডনের সঙ্গে খিলাড়িদের খিলাড়ি সিনেমায় বলিউডে অভিষেক হয় তার। যদিও পর্দায় উপস্থিতি ছিল সংক্ষিপ্ত, তবুও দর্শক-সমালোচকদের নজর কাড়েন তিনি। পরবর্তীতে ‘ভূত’, ‘১৮৫৭ ক্রান্তি’ ও ‘সাস বহু অ্যান্ড সেনসেক্স’-এর মতো জনপ্রিয় কাজের মাধ্যমে নিজের অবস্থান দৃঢ় করেন।

অভিনয়ের পাশাপাশি তিনি গ্লোডেন গেট এলএলসি নামে একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করে সোচ লোসুরখাব চলচ্চিত্র প্রযোজনা করেন।

তবে বলিউডে সাফল্যের মাঝেও মনের গভীরে শান্তির খোঁজে ছিলেন বরখা। অবশেষে ২০১২ সালের নভেম্বরে দক্ষিণ ভারতের সেরা জে মঠে লামা জোপা রিনপোচের তত্ত্বাবধানে তিনি বৌদ্ধ সন্ন্যাস গ্রহণ করেন। নতুন জীবনে তার নাম হয় ভেনারেবল গ্যালটেন সামতেন, যার অর্থ ‘যিনি শান্তিতে বাস করেন’।

বর্তমানে বরখা গ্ল্যামার জগত থেকে সম্পূর্ণ দূরে সরে গিয়ে ধ্যান, দয়া ও বৌদ্ধ শিক্ষায় নিজেকে নিবেদিত করেছেন। তিনি নিয়মিত ধ্যান শিবির ও আধ্যাত্মিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন, অনুপ্রাণিত করছেন অসংখ্য মানুষকে জীবনের প্রকৃত শান্তির পথে হাঁটতে।