নতুন মিশনে আর্জেন্টিনা
মোঃ মাহাবুবুর রহমান রাব্বি
প্রকাশিত : ০৫:৫৪ পিএম, ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার

বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামীকাল (শনিবার) তারা মায়ামিতে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ভেনেজুয়েলার। এর আগে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে তার চোখে ফেভারিট চার দল হলো—আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এবং ব্রাজিল।
লিভারপুলের এই তারকা বলেন, “আমার কাছে এই চারটি দলই ২০২৬ বিশ্বকাপের প্রধান দাবিদার। আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন—সবাই দুর্দান্ত ফর্মে আছে। আর ব্রাজিলের ঐতিহ্য, অভিজ্ঞতা এবং কার্লো আনচেলত্তির মতো কিংবদন্তি কোচ তাদের আরও শক্তিশালী করেছে।”
নিজেদের সামর্থ্যে আস্থা রাখার কথাও জানান ম্যাক অ্যালিস্টার। তার ভাষায়, “সব দলই ভালো, তবে আমরা সব সময় নিজেদের ওপর ভরসা রাখি। প্রতিটি ম্যাচে জয়ের মানসিকতা নিয়েই নামি। আশা করি, আসন্ন বিশ্বকাপে সবকিছু পরিকল্পনামাফিকই হবে।”
স্পেন ও ফ্রান্সের প্রশংসা করে তিনি বলেন, “স্পেন এখন বিশ্বের অন্যতম সেরা দল। তাদের তরুণ কোচ খেলোয়াড়দের চেনেন এবং সঠিকভাবে ব্যবহার করছেন। ফ্রান্সও সবসময় ধারাবাহিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।”
এসময় আর্জেন্টিনার দুই তরুণ তারকা ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো ও নিকো পাজের প্রশংসা করে ম্যাক অ্যালিস্টার বলেন, “দুজনেই প্রতিভাবান ও পরিণত মানসিকতার। ফ্রাঙ্কোর বয়সের তুলনায় তার ব্যক্তিত্ব অসাধারণ। তারা আর্জেন্টিনার ভবিষ্যৎ।”
বাংলাদেশ সময় শনিবার ভোর ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। প্রীতি ম্যাচ হওয়ায় কোচ লিওনেল স্কালোনি বিশ্বকাপের আগে দলে ভারসাম্য ও ব্যাক-আপ পরিকল্পনা পরখ করে দেখবেন। মেসিকে বিশ্রাম দিয়ে ওয়ার্কলোড কমানোও তার পরিকল্পনার অংশ হতে পারে।