শনিবার   ১১ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৫ ১৪৩২   ১৮ রবিউস সানি ১৪৪৭

বিচ্ছেদের পর মাহিকার সঙ্গে নতুন সম্পর্কে হার্দিক পান্ডিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ০৫:৪৫ পিএম, ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন আবারও আলোচনায়। স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর এবার মডেল মাহিকা শর্মার সঙ্গে ঘনিষ্ঠতায় জড়িয়েছেন এই অলরাউন্ডার। বৃহস্পতিবার রাতে মুম্বাই বিমানবন্দরে দুজনকে একসঙ্গে দেখা যায়, যা তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হার্দিক ও মাহিকা একই গাড়িতে বিমানবন্দরে পৌঁছান। সেসময় হার্দিককে মাহিকার প্রতি বেশ যত্নবান দেখা যায়। উপস্থিতদের অনেকে মনে করছেন, এভাবেই হয়তো তারা তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ইঙ্গিত দিলেন।

হার্দিকের বয়স ৩২, আর মাহিকা শর্মার বয়স মাত্র ২৪ বছর। বয়সের এই বড় পার্থক্য নিয়েও সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। সূত্র বলছে, গত কয়েক মাস ধরেই তাদের ঘনিষ্ঠতা বাড়ছিল, যা এবার প্রকাশ্যে এল।

এর আগে ২০২৪ সালে হার্দিক স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বিবৃতিতে তারা জানান, পারস্পরিক সম্মতিতেই আলাদা হয়েছেন, তবে ছেলে আগাস্ত্যকে দুজনে মিলে লালন-পালন করছেন।

নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর হার্দিকের নাম একসময় মডেল জেসমিন ওয়ালিয়ার সঙ্গেও জড়িয়েছিল, যদিও তা বেশিদিন টেকেনি। এরপর থেকেই মাহিকা শর্মার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। মাহিকাকে হার্দিকের খেলার সময় মাঠে উপস্থিত থেকেও সমর্থন জানাতে দেখা গেছে।

যদিও দুজনের কেউই সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি, তবে বিমানবন্দরে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই বলিউড ও ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছে—তারা কি এবার বাগদান বা বিয়ের পথে?