শনিবার   ১১ অক্টোবর ২০২৫   আশ্বিন ২৫ ১৪৩২   ১৮ রবিউস সানি ১৪৪৭

রাজধানীর বাজারে সবজির দামে স্বস্তি নেই, চার মাস ধরে চড়াই ধারায় মূ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৫:৩৭ পিএম, ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার

রাজধানীর বাজারে টানা চার মাস ধরে সবজির দাম উচ্চ পর্যায়ে স্থির রয়েছে। ক্রেতারা বলছেন, মৌসুম নয় বা বৃষ্টিতে ফসল নষ্ট—এসব অজুহাতে বিক্রেতারা লাগামহীনভাবে দাম ধরে রেখেছেন। বর্তমানে পেঁপে ছাড়া প্রায় সব সবজির দাম ৮০ থেকে ১০০ টাকার ঘরে ঘুরছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পটল ৭০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, শসা ও ঢেঁড়স ৮০ টাকা, করলা ১০০ টাকা, মুলা ও ধন্দুল ৮০ টাকা, ঝিঙা ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, টমেটো ১৩০ টাকা, বরবটি ১০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা, ছোট বাঁধাকপি প্রতি পিস ৬০ টাকা, গাজর ১৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, লেবু প্রতি হালি ৪০ টাকা এবং কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

বেসরকারি চাকরিজীবী মোয়াজ্জেম হোসেন শান্তিনগর বাজারে বলেন, “প্রায় সব সবজির দামই ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। চার মাস ধরে এই অতিরিক্ত দাম চলছে। আগে এক কেজি সবজি কিনতাম, এখন দামে কুলাতে না পেরে আধা কেজি কিনতে হচ্ছে।”

মালিবাগের ক্রেতা শহিদুল ইসলাম বলেন, “সবজির মৌসুম নয় বলে বিক্রেতারা দাম বাড়িয়ে রেখেছে, কিন্তু চার মাস ধরে একই কথা শুনছি। মৌসুম কখন শুরু হবে, কেউ জানে না। অথচ বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগও দেখা যাচ্ছে না।”

এ বিষয়ে মগবাজারের সবজি বিক্রেতা এরশাদ আলী জানান, “টানা বৃষ্টিতে অনেক খেত নষ্ট হয়েছে, ফলে সরবরাহ কম। তাছাড়া পুরোনো মৌসুমের সবজি শেষের পথে, তাই দামে প্রভাব পড়েছে। কয়েক সপ্তাহের মধ্যে নতুন সবজি উঠলে বাজার কিছুটা স্বস্তিতে আসবে বলে আশা করছি।”

বাজার বিশেষজ্ঞদের মতে, সবজির সরবরাহ চেইন দুর্বল ও বাজার তদারকির ঘাটতির কারণে দীর্ঘদিন ধরে এমন উচ্চমূল্য বজায় রয়েছে। ক্রেতারা দ্রুত কার্যকর বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।