গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৫:২৩ পিএম, ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার

দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “যতই সংস্কার করি, যত বুদ্ধিজীবী মিলে কৌশল আবিষ্কার করি—নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যাওয়া সম্ভব নয়। গণতন্ত্রের জন্য বিকল্প কোনো পথ নেই। কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না।”
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে শহীদ নাজিরউদ্দিন জেহাদের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী ও গণতন্ত্রপ্রিয়। তারা বারবার লড়াই করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। প্রতিবার হোঁচট খেলেও আবার উঠে দাঁড়িয়েছে, আন্দোলনের মধ্য দিয়েই বিজয় অর্জন করেছে।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “দানব হাসিনা দেশের সবকিছু তছনছ করে দিয়েছে। বিচারব্যবস্থা, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা—কোনো খাতই তার হাত থেকে রক্ষা পায়নি।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের জন্য বিএনপি দীর্ঘদিন ধরে লড়াই করছে। কিন্তু কিছু সংগঠন জুলাই আন্দোলনকে নিজেদের বলে দাবি করছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।”
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, “আমরা তো কারও প্রতীকে বাধা দিইনি। কোন প্রতীক দেওয়া হবে, তা নির্বাচন কমিশনের বিষয়। অযথা বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন? ধানের শীষ অপ্রতিরোধ্য—সারা দেশে আজ এই প্রতীকের স্লোগান উঠেছে।”