লাকসামে জুলাই সনদ ও পি.আর পদ্ধতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রিয়াদ হোসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি
প্রকাশিত : ০৮:০০ পিএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

কুমিল্লার লাকসামে জুলাই সনদের আইনি ভিত্তি, পি.আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা বাস্তবায়ন বিষয়ে বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোঃ মাসুমকুমিল্লার লাকসামে জুলাই সনদের আইনি ভিত্তি, পি.আর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা বাস্তবায়ন বিষয়ে বিশিষ্ট নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, জেলা আমীর কুমিল্লা জেলা দক্ষিণ,ড. সৈয়দ এ.কে.এম. সরওয়ার উদ্দিন সিদ্দিকী, সেক্রেটারি কুমিল্লা জেলা দক্ষিণ,হাফেজ জহিরুল ইসলাম, আমীর লাকসাম উপজেলা,এবং অ্যাডভোকেট বদিউল আলম সুজন, পাবলিক প্রসিকিউটর (পিপি), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, জজকোর্ট কুমিল্লা।
সভাপতিত্ব করেন মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী, আমীর লাকসাম পৌরসভা অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওঃ লেকচার শহীদউল্যাহ, লাকসাম পৌরসভার সেক্রেটারি এবং মু.জোবায়ের ফয়সাল, লাকসাম উপজেলা সেক্রেটারি।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশে একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জুলাই সনদের আইনি বাস্তবায়ন ও পি.আর পদ্ধতির ভিত্তিতে জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় লাকসামের বিভিন্ন পেশার সাংবাদিক, শিক্ষক ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।