সোমবার   ০৬ অক্টোবর ২০২৫   আশ্বিন ২১ ১৪৩২   ১৩ রবিউস সানি ১৪৪৭

শিক্ষকতায় কেন ঈশিতা, তিনি তো ছিলেন তারকা?

নিউজ ডেস্ক

কক্সবাজার সৈকত

প্রকাশিত : ০৮:৪৭ পিএম, ১৪ নভেম্বর ২০১৮ বুধবার

অভিনেত্রী, নৃত্যশিল্পী, নাট্য নির্দেশক ও গায়িকা রুমানা রশীদ ঈশিতা। তবে এত পেশার পারেও এবার শিক্ষকতায় নাম লেখালেন তিনি। বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের আওতাধীন মার্কেটিং বিভাগ শিক্ষক হিসেবে যোগদান করেছেন তিনি।

তিনি এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গত এক মাস ধরে পড়াচ্ছেন। তবে এ পেশাটি তিনি যে বেশ উপভোগ করছেন সেটি তার কথা শুনেই বুঝা গেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, মাত্র কিছুদিন হল শিক্ষকতা শুরু করেছি। শিক্ষকতা মহান পেশা, শিক্ষার্থীদের পড়াতে এসে তাদের শ্রদ্ধা-ভালোবাসা এ পেশার প্রতি ভালোবাসা বাড়িয়ে দিয়েছে আমাকে। প্রতিদিনই নতুন আমাকে আবিষ্কার করছি।

এ প্রতিষ্ঠানে তিনি পার্টটাইম শিক্ষক হিসেবে নিযুক্ত রয়েছেন।

এদিকে, চলতি বছরের ১১ অক্টোবর ‘চ্যানেল আই’তে প্রকাশিত হয়েছে ঈশিতার গাওয়া নতুন গান ‘তোমার জানালায়’। এটি লিখেছেন সোহেল আরমান এবং সুর সঙ্গীত করেছেন ইবরার টিপু।