আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক: তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৯:৫০ এএম, ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা প্রথম থেকেই বলে আসছি— আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। অর্থাৎ, অনেক বিষয়ে কাজ করার সুযোগ আছে। যদি মূল দুটি বিষয়কে ধরা হয়, তবে একদিকে কিছু প্রয়োজনীয় সংস্কারের বিষয় রয়েছে, অন্যদিকে রয়েছে প্রত্যাশিত সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচনের আয়োজন।
আজ বিবিসি বাংলার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, মূলত যেসব সংস্কার করা জরুরি— সেসব সংস্কার সম্পন্ন করে একটি স্বাভাবিক, সুষ্ঠু ও স্বাধীন নির্বাচন আয়োজন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা আশা করি, তাঁরা তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করবেন। আমরা প্রত্যাশা করি, তাঁরা কাজটি সুন্দরভাবে করবেন। এই কাজটি কতটা সফলভাবে সম্পন্ন করতে পারেন, তার ওপরই মনে হয় সম্পর্কের উষ্ণতা কতটা থাকবে— সেটি নির্ভর করবে।