মঙ্গলবার   ০৭ অক্টোবর ২০২৫   আশ্বিন ২১ ১৪৩২   ১৪ রবিউস সানি ১৪৪৭

শাকিবকে নিয়ে দুই সিনেমা বানাবে সান

মোঃ মোসাদ্দেক হোসাইন ইমন, স্টাফ রিপোর্টার

প্রকাশিত : ১১:১১ পিএম, ৬ অক্টোবর ২০২৫ সোমবার

মনপুরা, বিশ্বসুন্দরী, হাওয়াসহ একাধিক প্রশংসিত ও সফল চলচ্চিত্রের প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এবার নতুন উদ্যোগে নামছে ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খানকে সঙ্গে নিয়ে। আজ ৬ অক্টোবর ২০২৫, প্রতিষ্ঠানটির সঙ্গে দুইটি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তি সম্পন্ন করেছেন শাকিব খান।

 

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের প্রতিটি সিনেমাই এখন পর্যন্ত রাষ্ট্রীয় সম্মাননা ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। ফলে এই চুক্তিকে চলচ্চিত্র অঙ্গনের নতুন অধ্যায় হিসেবে দেখছেন অনেকেই।

 

চুক্তি স্বাক্ষরের পর শাকিব খান বলেন,“ দেশের বাইরে দেখি, বড় উদ্যোক্তারা চলচ্চিত্রে বিনিয়োগ করে ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করছে। আমাদের দেশে শ্রদ্ধেয় অঞ্জন চৌধুরী ও তার প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স সে উদাহরণ স্থাপন করছে। আমি কৃতজ্ঞ তাদের প্রতি। আশা করছি, অন্যরাও এভাবে এগিয়ে আসবেন।”

 

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন,“ শাকিব খান নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের একটি নির্ভরযোগ্য নাম। ২৬ বছরের বেশি সময় ধরে তিনি সিনেমাকে ভালোবেসে যাচ্ছেন। তার সঙ্গে আমাদের এই পথচলা ইন্ডাস্ট্রির জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলবে।”

 

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু।

 

জানা গেছে, শাকিব খান ইতোমধ্যেই প্রথম সিনেমা ‘সোলজার’-এর শুটিং শুরু করেছেন। পরিচালক সাকিব ফাহাদ নির্মাণ করছেন এই দেশপ্রেমভিত্তিক বৃহৎ বাজেটের চলচ্চিত্রটি। কাহিনির অভিনবত্ব, আধুনিক নির্মাণ ও বিশাল আয়োজনের মাধ্যমে ‘সোলজার’ দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা উপহার দিতে যাচ্ছে।

 

দ্বিতীয় সিনেমার নাম ও বিস্তারিত তথ্য শিগগিরই জানাবে প্রতিষ্ঠানটি।